ডৌবাড়ী বিভিন্ন উন্নয়ন কাজ উদ্বোধন ও পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী
একুশে জার্নাল ডটকম
মার্চ ০১ ২০২২, ১৭:১০
তানজিল হোসেন, গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউপির বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
তিনি আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে সাড়ে ১১ ঘটিকা পর্যন্ত এক সংক্ষিপ্ত সফরে এসে ঘোষগ্রাম-খমপুর রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, হাকুর বাজার কাপনা খালের উপর নির্মিত ব্রীজের শুভ উদ্বোধন, হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের চার তলা একাডেমি ভবনের কাজ পরিদর্শন, হাকুর বাজার মার্কেটের স্থান পরিদর্শন, হাতিরপাড়া-মানিকগঞ্জ রাস্তায় মানিকগঞ্জ অংশের রাস্তার ভিত্তি স্থাপন এবং মনসুর মহসিন ডৌবাড়ী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
মন্ত্রীর সফরকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পশ্চিম আলীর গাঁও ইউপির চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, ডৌবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বশির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আসলম, সদস্য সুবাস দাস, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ শহিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।