ডৌবাড়ী খেলাফত মজলিসের ভ্রাম্যমাণ ইফতার বিতরণ অনুষ্ঠিত
একুশে জার্নাল
এপ্রিল ৩০ ২০২২, ১৯:৪৫
তানজিল হোসেন, গোয়াইনঘাটঃ সিলেটের গোয়াইনঘাটে খেলাফত মজলিস ডৌবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে পথচারীদের মধ্যে ভ্রাম্যমাণ ইফতার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ এপ্রিল) বাদ আছর ডৌবাড়ী ইউপির হাকুর বাজার, তেলিখাল বাজার, মানিকগঞ্জ বাজার ও ডৌবাড়ী বাজার সহ পথচারী রোজাদার মানুষদের মধ্যে সংগঠনটির নেতৃবৃন্দ ইফতার বিতরণ করেন।
সংগঠনের ইউনিয়ন সভাপতি ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ দেলওয়ার হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় ইফতার বিতরণে প্রধান অতিথি হিসেবে অংশ নেন খেলাফত মজলিস গোয়াইনঘাট উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আখলাকুল আম্বিয়া।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিল হোসেন, ইসলামী ছাত্র মজলিস গোয়াইনঘাট উত্তর সভাপতি ছাত্রনেতা মারজানুল আযহার জুনেদ ও ডৌবাড়ী ইউনিয়ন ছাত্র মজলিস সভাপতি ছাত্রনেতা সুফিয়ান আহমদ প্রমুখ।