ডেঙ্গুর ভয়ে টয়লেটে মশারি!
একুশে জার্নাল
সেপ্টেম্বর ০৯ ২০১৯, ১৬:৩৮
ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ভয়ে বাড়ির টয়লেটে মশারি টাঙিয়েছেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ঘোড়াপোতা গ্রামের বাসিন্দা সুমন হোসেন। এডিস মশা থেকে রক্ষা পেতে তিনি এ কাজ করেছেন।
একই গ্রামের বাসিন্দা ইব্রাহিম হোসেন বলেন, ‘চারপাশে বাগান থাকার কারণে মশার উপদ্রব এখানে বেশি। সে জন্য ডেঙ্গু থেকে তার পরিবারকে রক্ষা করতে সুমন টয়লেটে মশারি ঝুলিয়ে দিয়েছেন।’
স্থানীয় নলতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুর রহমান বলেন, ‘ইউপি সদস্য ও গ্রাম পুলিশরা প্রতিটি ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছে। স্থানীয় বিদ্যালয়গুলোতে সচেতনতামূলক প্রচারাভিযান অব্যাহত রয়েছে।’
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৈয়েবুর রহমান জানান, এখন পর্যন্ত কালীগঞ্জে ১১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে চারজন। তবে ডেঙ্গুতে উপজেলার শ্রীকলা গ্রামের সিরাজুল গাজীর ছেলে আলমগীর গাজী (১৪) মারা গেছেন।
তিনি আরও বলেন, ‘ডেঙ্গুতে আতঙ্কের কিছু নেই। সকলকে সচেতন হতে হবে। সকলকে বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা ও মশারি ঝুলিয়ে রাতে ঘুমানোর পরামর্শ দেওয়া হচ্ছে।’
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আবু শাহিন জানান, রোববার পর্যন্ত সাতক্ষীরায় ৩৩৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩১ জন। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলারোয়া, সাতক্ষীরা সদর, তালা ও কালীগঞ্জ উপজেলায় চারজন মারা গেছেন।