ডুবে যাবার ১৩ ঘন্টা পর আরো ১ জনকে জীবিত উদ্ধার!

একুশে জার্নাল

একুশে জার্নাল

জুন ২৯ ২০২০, ২৩:৫৮

নাজমুল হোসাইন আকাশ, ঢাকা জেলা প্রতিনিধি: আ যেজ সকাল সাড়ে ৯টার দিকে শ্যামবাজারের কাছে নদীতে চাঁদপুর থেকে আসা ময়ূর-২ লঞ্চের ধাক্কায় সেটি ডুবে যায়। এমভি মর্নিং বার্ড নামের ওই লঞ্চটি মুন্সিগঞ্জের কাঠপট্টি থেকে যাত্রী নিয়ে সদরঘাটের দিকে আসছিল।

ডুবে যাবার ১৩ ঘন্টা পর আরো ১ জনকে এই মাত্র জীবিত উদ্ধার করা সম্ভব হল। এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মিডফোর্ড হাসপাতেলে পাঠানো হয়েছে।

উদ্ধার হওয়া ব্যাক্তির নাম সুমন বেপারী। তার বাড়ি মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ির আব্দুল্লাহপরে। সে ঢাকাতে ফলের ব্যাবসা করতো বলে জানা গেছে।

তাকে মিডফোর্ড হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। তাকে সাথে সাথে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং স্যালাইন দেয়া হচ্ছে।