ডিপোতে অগ্নিকাণ্ডে দায়ীদের বিচারের মুখোমুখি করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ০৬ ২০২২, ১৮:৩৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনারের ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ী ব্যক্তিদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

সোমবার (৬ জুন) বেলা ৩টার দিকে অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো অপরাধই দায়মুক্ত নয়। অপরাধীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আগুনের ঘটনার তদন্তে দোষীরা চিহ্নিত হবে।

এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না জানিয়ে মন্ত্রী বলেন, যারা এ ঘটনার সঙ্গে জড়িত, যাদের অবহেলায় এ ঘটনা ঘটেছে কিংবা এতে কারও বিন্দুমাত্র দায় থাকলে তাকে অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত অফিশিয়ালভাবে ৪১ জন নিহত হয়েছে। তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে।

এ সময় ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইনুদ্দিনসহ সেনা, র‍্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিন দুপুরে ২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী ঘটনাস্থল সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকায় বিএম কনটেইনার টার্মিনাল পরিদর্শন করেন।