ডিজিটাল নিরাপত্তা আইনে কলারোয়া বেস্টটিমের আহবায়ক ইমরানসহ ১১জনের বিরুদ্ধে মামলা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ০৫ ২০২০, ১৮:৩৫
রেজওয়ান উল্লাহ, কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় অনেক জল্পনা কল্পনার পর অবৈধ ফেসবুক সংগঠন বেস্ট টিমের জেলা এ্যাডমিনসহ ১১ সদস্যদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ও চাঁদা বাজির অপরাধে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) থানা সূত্রে জানা যায়, কলারোয়ার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলামের দায়েরকৃত মামলায় সাতক্ষীরা জেলা কথিত বেস্টটিম নামক এ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী জেলা পরিষদের সদস্য,জেলা আ’লীগ নেত্রী এ্যাড: শাহানাজ পারভীন মিলি এবং কলারোয়া উপজেলা বেস্ট টিমের আহবায়ক ইমরান হোসেনসহ ১১ জনকে আসামী করে(যার মামলা নং- ২/৩-০৯-২০ ইং,ধারা ৪৪৭/৩৮৫/৩৮৬/৩৪ পিসি তৎসহ ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে ২৫(১), (ক)(২)/২৯(১)/৩১ মামলা দায়ের করা হয়েছে।
মামলার অপর আসামীরা হলেন, কলারোয়া বেস্টটিমের সদস্য ওয়াসিম, কানা বাদল, রুবেল মেহেদী, মেহেজাবিন জয়িতা, রাজু রায়হান, মেহেদী হাসান, আসিফ খাঁন ও অনিক। থানার অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াস মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার আসামী সাতক্ষীরা জেলা বেস্টটিমের এ্যাডমিন মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী এ্যাড: শাহানাজ পারভীন মিলি পূর্বেই অন্য মামলায় গ্রেফতার থাকায় তাদের বিরুদ্ধে শোন ওয়ারেন্ট দেখিয়ে অপর ৯ জন আসামীকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।