ডা. জোবায়দা রহমানের উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলায় দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ
একুশে জার্নাল ডটকম
এপ্রিল ১১ ২০২০, ১৬:১৮

রিয়ার এডমিরাল (অব:) মাহাবুব আলী খানের সুযোগ্য উত্তরসূরি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমান দেশের এই ক্রান্তিকালে, পিতার পদাঙ্ক অনুসরণ করে অসহায় মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁর আন্তরিক উদ্যোগ এবং প্রচেষ্টায় আজ দক্ষিণ সুরমা উপজেলায় ১০ ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রভাবে অসহায় দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ডা. জোবায়দা রহমানের এই মহতি উদ্যোগের প্রথম পর্যায়ে প্রায় বারো শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে ।
বৈশ্বিক এই মহামারী ইতিমধ্যে বাংলাদেশে স্বল্প ও নিম্নআয়ের পরিবার গুলোতে খাদ্যাভাব দেখা দিয়েছে । দেশের মানুষের এই দুঃসময়ে বরাবরের মতো মহানুভবতার হাত বাড়িয়ে দিলেন বাংলাদেশের তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জোবায়দা রহমান ।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান করোনা ভাইরাস জনিত কারণে অসহায় ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন । তাঁর আহবানে সাড়া দিয়ে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা যে যার অবস্থানে থেকে সাধ্যমত বাংলাদেশের গ্রামে-গঞ্জে অসহায় মানুষকে খাদ্যসামগ্রী দিয়ে সাহায্য করে যাচ্ছেন । দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় ডা. জোবায়দা রহমানের পক্ষ থেকে অসহায় মানুষের মধ্যে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন ।
এ সময় উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য আলী আহমদ, সাবেক সিলেট জেলা বিএনপির সহসভাপতি হাজী সাহাব উদ্দীন , সিলেট জেলা আহবায়ক কমিটির সদস্য শামীম আহমদ, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির আহবায়ক সিরাজ মিয়া, সিলেট জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য মকসুদুল করিম নুহেল, যুবদল নেতা সাদেক আহমদ, জাবেদ আহমদ, রুবেল আহমদ দক্ষিন সুরমা ছাত্র দল নেতা মুরাদ আহমদ,মুহি উদ্দীন মুন্না।
মোনাজাত পরিচালনা করেন বলদী মসজিদের ইমাম আব্দুল মুমিন।