ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার উন্নতি: করোনা নেগেটিভ
একুশে জার্নাল ডটকম
জুন ১৪ ২০২০, ১৩:৫০
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/received_265295504529573-720x405.jpeg)
স্টাফ করেসপন্ডেন্ট
ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনামুক্ত। গণস্বাস্থ্যের একজন দায়িত্বশীল ডা: মহিব্বুলাহ খন্দকার বলেন, “আল্লাহর রহমতে ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনা এন্টিজেন নেগেটিভ এবং এন্টিবডি ফর কোভিড ১৯ পজেটিভ। আমরা উনার “GR COVID-19 Rapid Dot Blot IgG” পরীক্ষাও করেছি। উনি সেখানেও পজেটিভ অর্থাৎ উনার সিরোকনভার্সান হয়েছে। উনার পরীক্ষা গণস্বাস্থ্য-আরএনএ বায়োটেক উদ্ভাবিত Rapid Testing Kit দিয়ে করা হয়েছে। উনি বর্তমানে কোভিড নেগেটিভ নিউমোনিয়াতে ভুগছেন। বাড়তি অক্সিজেন ছাড়াই তিনি অক্সিজেন স্যাচুরেশন ৯৫% রাখতে পেরেছেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী দেশবাসীর কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন।
তিনি আজ সকালে সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের জানাযাতেও অংশ নেন।