ডা. আমীনুল হক বিএসসি’র জানাজা ও দাফন সম্পন্ন
একুশে জার্নাল
জানুয়ারি ০২ ২০১৯, ১২:৫৭
সুয়াবিল ইসলামী গণপাঠাগার (ফটিকছড়ি)’র সাবেক সভাপতি, ইশা ছাত্র আন্দোলন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ সাধারণ সম্পাদক, মেধাবী ছাত্র নেতা, ডা. এএইচএম জিয়উল হক এর আব্বাজান, পাঠাগারের সাবেক উপদেষ্টা, নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক, বিশিষ্ট সমাজ সেবক, সংগঠক ও শিক্ষাবীদ ডা. আমীনুল হক বিএসসি’র নামাজে জানাজা অদ্য বেলা ০২:ঘটিকায় পূর্ব সুয়াবিল সৈয়দ পাড়ায় নিজস্ব বাস ভবনে আদায়ের পর পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
নামাজে জানাজায় উপস্থিত ছিলেন, সুয়াবিল ইউপি চেয়ারম্যান এম আবুতালেব চৌধুরী, ধুরুং, সুন্দরপুর ও কাঞ্চননগর ইউপি’র সাবেক চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব এমদাদুল ইসলাম, শাহনেওয়াজ চৌধুরী ও খায়রুল বশর এবং নাজিরহাট বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপ্যাল, সুয়াবিলের কৃতি সন্তান এসএম নুরুল হুদা, বিশিষ্ট রাজনীতিবিদ, ফটিকছড়ি আওয়ামীলীগের সভাপতি ও নাজিরহাট পৌরসভার সাবেক মেয়র পদ প্রার্থী আলহাজ্ব মুজিবুল হক চৌধুরী, বিশিষ্ট রাজনীতিবিদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি ও চট্টগ্রাম-২ ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য পদ প্রার্থী মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, নাজিরহাট আহমদীয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা শহীদুল্লাহ্, নাজিরহাট বড় মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সালাহ্ উদ্দীন দৌলতপুরী, সুয়াবিল ইসলামী গণপাঠাগারের সভাপতি এম এনামুল হক, সাধারণ সম্পাদক ডা. গোলাম মোস্তফা চৌধুরী, সহ সভাপতি আলী আকবর, হাফেজ ওসমান গনী, অর্থ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাওলানা ইরফান কাদের, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এসএম বেলাল উদ্দীন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শেখ মঈনুদ্দীন ও সাবেক সভাপতি মাওলানা ডা. হাসান আলী চৌধুরী প্রমূখ।