ডামুড্যা উপজেলায় পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৮ ২০২০, ১৮:০৭
ইয়ামিন কাদের নিলয়, শরীয়তপুর জেলা
প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এ স্লোগানকে সামনে রেখে ডামুড্যা উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস-২০২০। রবিবার ৮মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষষক অধিদপ্তরের আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। বিপুল সংখ্যক নারীদের অংশগ্রহণে র্যালিটি ডামুড্যা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।আন্তর্জাতিক নারী দিবস নারীদের ওপর হওয়া বৈষম্য, নির্যাতনের বিরুদ্ধে করা প্রতিবাদে নারীদের জাগ্রত করাই নারী দিবস পালনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর মাঝি,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডামুড্যা উপজেলা সহকারী কমিশনার(ভূমি)জনাব আবদুল্লাহ আল মামুন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বাবলু সিকদার, মহিলা ভাইস-চেয়ারম্যান লাভলী আক্তার, ধানকাঠি ইউপি চেয়ারম্যান আবদুর রাজ্জাক পিন্টু,শিধলকুড়া ইউপি চেয়ারম্যান জানে আলম খোকন মাদবর