ডাবল ব্যলট পেপার ছাপা হচ্ছে বিজি প্রেসে -আব্দুর রব
একুশে জার্নাল
ডিসেম্বর ১৫ ২০১৮, ১৪:৫৫

ডাবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে তেজগা বিজি প্রেসে এমন খবর পাওয়া গেছে উল্লেখ করেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রেসের কর্মকর্তা কর্মচারীদের চাকরি ছেড়ে চলে আসার আহ্বান জানিয়েছেন।
রাজধানীর তেজগাঁও বিজি প্রেসে ডাবল ব্যালট পেপার ছাপানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে উল্লেখ করে জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম নেতা জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব প্রেসের কর্মকর্তা কর্মচারীদের চাকরি ছেড়ে চলে আসার আহ্বান জানিয়েছেন। শনিবার (১৫ ডিসেম্বর) বিকেলে টঙ্গী কলেজ গেট এলাকায় শুরু হওয়া জনসভায় তিনি এ কথা বলেন।
এসময় আ স ম আব্দুর রব বলেন, ‘গায়েবি মামলা, আজগুবি মামলা, হামলা, গ্রেফতার যদি বন্ধ না করেন, তবে জনগণের ধৈর্যের সীমা যদি ভেঙে যায়, বা কোনো পরিস্থিতির সৃষ্টি হয়, তবে তার দায় প্রধানমন্ত্রীকেই নিতে হবে।’ বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, ‘এই নির্বাচন দেশ থেকে দুঃশাসন অবসানের নির্বাচন। খালেদা জিয়ার মুক্তির নির্বাচন। এত চুরি, এত অনাচার এত দুর্নীতি তারা করেছে যে তারা ভয় পায় ক্ষমতা ছাড়তে।’ এসময় উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান, জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডা. জাফরুল্লাহ চৌধুরী ও বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান প্রমুখ। জনসভা শেষে মাওনা চৌরাস্তায় আরো একটি জনসভায় যোগ দেন নেতারা। পর্যায়ক্রমে ত্রিশাল বাজার, ময়মনসিংহের কৃষ্ণচূড়া চত্বর, ফুলপুর বাসস্টান্ড, নকলা পাইলট স্কুলমাঠ ও শেরপুর পৌরপার্কে জনসভা করবে জাতীয় ঐক্যফ্রন্ট।