ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার
একুশে জার্নাল
জুন ২৭ ২০২০, ০১:৫২
![](https://ekushejournal.com/wp-content/uploads/2020/06/20200627_014209-720x405.jpg)
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী আশরাফুলকে গ্রেফতার করেছে বাহুবল মডেল থানা পুলিশ।
গত ২৪ জুন বুধবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এ এস আই মোস্তফা মাজেদ এর নেতৃত্বে বাহুবল বাজার থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
জানা যায়, বাহুবল উপজেলার অলুয়া গ্রামের বাসিন্দা বর্তমানে পূর্ব উত্তরসুর গ্রামে বসবাসকারী ক্বারি হোসাইন আহমেদ এর ছেলে আশরাফুল ইসলাম(৩৫) দীর্ঘদিন যাবৎ পুলিশের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। বুধবার সন্ধায় এ এস আই মোস্তফা মাজেদ একদল পুলিশ নিয়ে বাহুবল বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যান।
পুলিশ জানায় আশরাফুল ইসলামের বিরুদ্ধে ডাকাতি ও চুরির মামলা রয়েছে। বর্তমানে থানায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে।