ডাকাতিয়া নদীতে ট্রলার-বাল্কহেড সংঘর্ষ, ৫ জনের মরদেহ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ৩১ ২০২২, ১৩:৩২

চাঁদপুর সদর উপজেলার মোমিনপুরে ডাকাতিয়া নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে মাটিবাহী ট্রলারের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
সোমবার (৩১ জানুয়ারি) সকাল পৌনে ৭টা দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের চাঁদপুর স্টেশনের উপপরিচালক শাহিদুল ইসলাম।
নিহতরা হলো- কুমিল্লার মুরাদনগরের মো. আউয়াল মাঝি (৬৫), একই এলাকার মো. মোবারক হোসেন (৫৫), তিতাস উপজেলার মো. নাসির উদ্দিন (৩৫), রঘুনাথপুর এলাকার নজরুল (৪০) ও মুরাদনগরের পুকুরিয়া এলাকার আল-আমিন (৩৫)।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ভোরে ঘন কুয়াশায় দেখতে না পেয়ে বালুভর্তি বাল্কহেড ও মাটিভর্তি ট্রলারের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছয় জন সাঁতরে তীরে উঠলেও পাঁচজন নিখোঁজ হন। কোস্টগার্ড একজনের মরদেহ এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল চার জনের মরদেহ উদ্ধার করে।
চাঁদপুর নৌথানার ওসি মো. মুজাহিদুল ইসলাম বলেন, ঘন কুয়াশার কারণে সকাল পৌনে ৭টা বাল্কহেড ও ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে উদ্ধারে অংশ নেয় নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌ ফায়ার সার্ভিস।