ডাকসু নির্বাচনের জন্য কোটা আন্দোলনকারীদের প্যানেল ঘোষণা
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ২৫ ২০১৯, ১৩:০২
ডাকসু নির্বাচনকে সামনে রেখে কোটা সংস্কার আন্দোলনের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী অধিকার সংরক্ষণ পরিষদ আজ প্যানেল ঘোষণা করেছে।
আগামী ১১ মার্চে অনুষ্ঠিত এ নির্বাচনের জন্য প্যানেলে ভিপি হিসেবে সংগঠনের যুগ্ম আহ্বায়ক নুরুল হক নুর, জিএস পদে মুহাম্মদ রাশেদ খাঁন ও এজিএস পদে মো. ফারুক হোসেনের নাম ঘোষণা করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের এক সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করা হয়।
বাকি পদগুলোর মধ্যে রয়েছেন স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে নাজমুল হুদা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে মো. সোহরাব হোসেন, কমনরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে শেখ জামাল, আন্তর্জাতিক সম্পাদক পদে হাবিবুল্লাহ বেলালী, সাহিত্য সম্পাদক পদে আকরাম হোসেন, সাংস্কৃতিক সম্পাদক পদ নাহিদ ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে মামুনুর রশীদ (মামুন), ছাত্র পরিবহন সম্পাদক পদে রাজিবুল ইসলাম ও সমাজসেবা সম্পাদক পদে আখতার হোসেন।
এ ছাড়া ডাকসু নির্বাচনে সদস্য হিসেবে লড়বেন উম্মে কুলসুম বন্যা, রাইয়ান আবদুল্লাহ, সাব আল মাসানী, ইমরান হোসেন ও শাহরিয়ার আলম সৌম্য।