ঠাকুরগাঁও থেকে স্কুলছাত্রী গলাকাটা লাশ উদ্ধার
একুশে জার্নাল ডটকম
মার্চ ০৫ ২০২০, ১৫:০০
বুধবার রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের আশ্রম পাড়া গ্রামে শ্রাবণী রানী নামের এক স্কুল ছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
শ্রাবনী রানী ওই গ্রামের ভবেশ রায়ের মেয়ে। সে ঠাকুরগাঁও সিএম আইয়ুব বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। এলাকাবাসি ওতার পরিবার জনায়, বুধবার সন্ধ্যায় শ্রাবনী ও তার দাদা নিরমোহন বাড়ির পাশাপাশি দুটি কক্ষে তারা অবস্থান করছিল।এ সময় শ্রাবণী রানীর মা-বাবা বাড়িরে ছিলো। আর এ সময়টাকে কাজে লাগিয়ে দৃর্বৃত্তরা ঘরে ঢুকে শ্রাবনীর গলা কেটে পালিয়ে যায়। এসময় শ্রাবনীর বৃদ্ধ দাদা দেখে ফেললেও তাদের চিনতে পারেনি। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে স্থানীয় থানায় খবর দেয়। তবে কি কারনে এই হত্যাকান্ড তা জানাতে পারেনি পুলিশ।
এ বিষয়ে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি মর্মান্তিক। তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।