ঠাকুরগাঁওয়ে বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষনের চেষ্টা 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মার্চ ০৫ ২০২০, ১৫:৩৫

শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও

বুধবার বিকেল ৪টার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের ভেলাজান আলাদি হাট গ্রামে এক বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযােগ উঠেছে প্রতিবেশির বিরুদ্ধে । অভিযুক্ত নাসিরুল ইসলাম ( ৫৫ ) ভেলাজান আলাদি হাট গ্রামের প্রয়াত নজির উদ্দীনের ছেলে । ঘটনার পর থেকে নাসিরুল ইসলামের খোজ পাওয়া যাচ্ছেনা। তিনি পলাতক রয়েছেন।

ঠাকুরগাঁও সদর থানার এসআই ফিরােজা আক্তার বলেন , বিকেলে বাকপ্রতিবন্ধী নারীটি ( ৩৫ ) বাড়ির পাশে বাঁশ বাগানে পাতা কুড়াচ্ছিলেন । এ সময় প্রতিবেশি নাসিরুল ইসলাম পেছন | দিক দিয়ে এসে ওই নারীকে জাপটে ধরে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে । এসময় আশপাশের লােকজন দেখতে পেয়ে এগিয়ে আসলে নাসিরুল পালিয়ে যায় । । খবর পেয়ে ওই বাকপ্রতিবন্ধী নারীকে উদ্ধার করা হয়েছে এবং ডাক্তারী পরীক্ষার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানাে হয়েছে । এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই ফিরােজা আক্তার ।