ঠাকুরগাঁওয়ে বন্যার্তদের পাশে “ঠাকুরগাঁও অনলাইন এক্টিভিস্ট ফোরাম”

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ২৮ ২০২০, ১৭:৫৯

মোঃ শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও;

এ সপ্তাহের শুরুতে টানা বর্ষনে ঠাকুরগাঁওয়ের টাঙ্গন নদীর পানি বৃদ্ধি পাওয়াতে ঠাকুরগাঁওয়ের হঠাৎ বস্তি ও খালপাড়ার কিছু বাড়ীর সীমানায় পানি উঠলে তারা সমস্যায় পরে। পরবর্তিতে তারা কিছু পরিবার শিল্প কলা একাডেমিতে অবস্থান নেই। পানি কিছুটা কমে এলে তারা আবার নিজ বাসস্থানে ফিরে যায়।

আর এই সময়ে “ঠাকুরগাঁও অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরামের উদ্যাগে” হঠাৎ বস্তি ও খালপাড়া 200 শত পরিবারের মাঝে খাবার প্যাকেট বিতরণ করা হয় ৷

এ সময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সভাপতি হাফেজ আবরারুল হক রোহান সেক্রেটারী মো: শহিদুল্লাহ আল মাহমুদ সহ সংগঠনের নানান নেত্রীবর্গ। এ সময় তারা বলে ‘আমাদের উক্ত সংগঠনটি সবসময় মানবতার কল্যানে কাজ করে যাবে। অসহায়দের পাসে সবসময় দ্বাড়াবে।

তারা আলো বলে যে ‘এভাবে অসহায়দের পাসে সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আগামির নতুন বাংলাদেশ গড়ে উঠবে’