ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ যুবকের কারাদণ্ড
একুশে জার্নাল
মার্চ ১৩ ২০২০, ২৩:৩৩
মোঃ শহিদুল্লাহ্, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক সেবন করার দায়ে ৩ যুবককে ৬ মাস করে বিনাশ্রম জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দন্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গরুড়া গ্রামের আ: রশিদের ছেলে সামুয়েল রানা, খলিলুরের পুত্র সাহেরুল এবং হাটপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে মোফাজ্জল।
উপজেলার বৈরচুনা বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে শুক্রবার বিকালে ভ্রাম্যমান আদালতে হাজির করলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম এ আদেশ দেন।
বৈরচুনা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার গিয়াস উদ্দীন জানান, দন্ডপ্রাপ্তরা দুপুরে সীমান্তের ৩৩৬ এর ৪ এস পিলার হতে ৪’শ গজ অভ্যন্তরে উপজেলার সিংহোর গ্রামে পাকা রাস্তায় মাদক সেবন করছি। এ সময় বিজিবি টহল দল তাদের আটক করে।