ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল যুক্তরাজ্য
একুশে জার্নাল
জুন ০৫ ২০১৯, ১২:৩২
আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্য সফরের প্রতিবাদে লন্ডনের রাজপথে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ।
লেবার পার্টি ও গ্রিন পার্টিসহ বিভিন্ন ব্যানারে বিক্ষোভে অংশ নিয়েছেন তারা।
মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের ট্রাফাল্গার স্কয়ারে বিক্ষোভকারীরা উচ্চস্বরে ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। ড্রাম বাজিয়ে এবং প্ল্যাকার্ড নাড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেছে তারা। আয়োজকদের একাংশ ওই বিক্ষোভকে ‘কার্নিভাল অব রেজিসটেন্স’ নাম দিয়েছে। যুক্তরাজ্যের প্রধান বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিনও বিক্ষোভে যোগ দেন।
জরিপ বলছে, যুক্তরাজ্যের নাগরিকদের কাছে সবচেয়ে অপছন্দের বিদেশি নেতাদের অন্যতম ট্রাম্প। ইউগভের এক জরিপে দেখা গেছে, মাত্র ২১ শতাংশ ব্রিটিশ ট্রাম্প সম্পর্কে ইতিবাচক মত দিয়েছেন।
এরআগে যুক্তরাজ্যের আমন্ত্রণে গত বছরের শুরুর দিকেই রাষ্ট্রীয় সফরে লন্ডন যাওয়ার কথা ছিল ট্রাম্পের। সম্ভাব্য সফরের প্রতিবাদে হাজার হাজার মানুষ লন্ডনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছিল। বিক্ষোভের মুখে ট্রাম্প সেবার যুক্তরাজ্য সফর বাতিল করলেও এ বছর ৩ মে (সোমবার) তিনি স্ত্রী মেলানিয়াকে নিয়ে লন্ডনে পৌঁছান। তবে ৩ দিনের এই রাষ্ট্রীয় সফর চলাকালেই সেখানে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েছেন তিনি।