টেকনাফে ৭টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক
একুশে জার্নাল
নভেম্বর ০৮ ২০২০, ২২:৫৮
কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার।
কক্সবাজার-টেকনাফ সড়কে বিজিবি চেকপোস্টে দায়িত্বরত বিজিবির সদস্যর যানবাহন তল্লাশী চালিয়ে ৭টি স্বর্ণের বারসহ সাতকানিয়ার এক পাচারকারীকে আটক করেছে।
সুত্র জানায়, ৮নভেম্বর সকাল সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টে দায়িত্বরত অবৈতনিক নায়েক মোঃ শাহজাহানের নেতৃত্বে কর্মরত টহল দলের সদস্যরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহনের আসে তল্লাশী চালিয়ে টেকনাফ লামার বাজারে অবস্থানরত চট্টগ্রামের সাতকানিয়ার আফজাল নগরের মৃত ছিদ্দিক আহমদের পুত্র আব্দুল গণি (৪৬) এর পরিহিত প্যান্টে অভিনব কায়দায় লুকানো ৭টি স্বর্ণের বার পাওয়া যায়। যা পরিমাপ করে ৬৫লক্ষ ২৯হাজার ৫শ ৩১টাকা মূল্যের ৯৯ভরি ১১আনা স্বর্ণ পাওয়া যায়।
স্বর্ণের বারসহ আটক পাচারকারীকে টেকনাফ মডেল থানায় এবং জব্দকৃত স্বর্ণের বার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন।