টেকনাফে র্যাবের অভিযানে ৮ হাজার ইয়াবাসহ ৩ রোহিঙ্গা আটক
একুশে জার্নাল ডটকম
জুন ০৭ ২০২০, ১৩:০৯

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি;
কক্সবাজারের উখিয়া ও টেকনাফের সীমান্ত দিয়ে আসছে ইয়াবা। এসব ইয়াবা কারবারী আইনশৃঙ্খলা বাহিনীর চোখ কে ফাঁকি দিয়ে ঢুকে পড়ছে ক্যাম্প অভ্যন্তরে। সেখানে রাতের আঁধারে বসছে ইয়াবার হাট।
টেকনাফের উনছিপ্রাং এলাকায় অভিযান চালিয়ে আট হাজার পিস ইয়াবা সহ ৩ রোহিঙ্গাকে আটক করেছে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্যে ৪০ লক্ষ টাকা। আটককৃত রোহিঙ্গা হলেন উখিয়ার কুতুপালং ৭ নাম্বার রোহিঙ্গা ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা মো: হাসানের ছেলে মো:এমদাদ (২০),একই ক্যাম্পের ই ব্লকের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে আবদুল হক (৩১) উখিয়া কুতুপালং ৫ নাম্বার ক্যাম্পের জি ব্লকের বাসিন্দা মৃত ফয়সাল আহমদের ছেলে আয়াত উল্লাহ (২০)।আটককৃতদের রবিবার সকালে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
গত শনিবার ৬ জুন রাতে তাদের আটক করা হয়।র্যাব ১৫ সহকারী পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী স্বাক্ষরিত এক প্রেসনোটে এ তথ্য জানানো হয়। উল্লেখ্য গত শনিবার দুপুরে উখিয়ার ময়নার ঘোনা মরা গাছ তলায় র্র্যাব -৭ অভিযান চালিয়ে ৪৬ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেন।টেকনাফ মডেল থানার ডিউটি অফিসার বলেন মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।