টেকনাফে যুবতীর আত্মহত্যা
একুশে জার্নাল ডটকম
আগস্ট ১০ ২০২০, ২১:৩৪
কায়সার হামিদ মানিক,স্টাফ রিপোর্টার কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যংয়ে এক যুবতি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
জানা যায়, ১০ আগষ্ট বিকাল ৩টার দিকে উপজেলার হোয়াইক্যং হাসাইন্যার টেক এলাকায় জমির উদ্দিনের মেয়ে ফাতেমা বেগম (১৬) এর গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে টেকনাফ মডেল থানার এসআই নাজিম উদ্দিন ও এএসআই আরিফ সর্ঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে কি কারণে এই যুবতি আত্নহননের পথ বেঁচে নিয়েছে তা বিস্তারিত জানা যায়নি।
স্থানীয় ইউপি মেম্বার শাহ আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।