টেকনাফে ঝর্ণায় নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
একুশে জার্নাল
জুলাই ১৯ ২০২০, ১৭:২০
কায়সার হামিদ মানিক, স্টাফ রিপোর্টার, কক্সবাজার: কক্সবাজার টেকনাফ উপজেলা বাহারছড়া নোয়াখালী পাড়ার ঝর্ণায় নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার হয়েছে।
তাকে রোববার (১৯ জুলাই) সকালে সাগর পাড়ে ভাসমান অবস্থায় পাওয়া যায়। নিহতের নাম মোহাম্মদ সাইফুল ইসলাম (২১)। সে টেকনাফ সদরের ছোট হাবির পাড়ার ওসমান মাঝির ছেলে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ।
উল্লেখ্য যে, শনিবার (১৮ জুলাই) দুপুরে বাহারছড়া ঝর্ণায় সাইফুলসহ চার বন্ধু গোসল করতে যান। গোসল করার এক পর্যায়ে ঝর্ণার স্রোতে হারিয়ে যায় সাইফুল। এরপর ঝর্ণাসহ বিভিন্ন জায়গায় খুঁজ করলেও সাইফুলকে পাওয়া যায়নি। পরের দিন রোববার (১৯ জুলাই) সকালে সাইফুলের মরদেহ পাওয়া যায়।
স্থানীয়দের ধারণা, রোববার সকালে প্রচুর বৃষ্টি হওয়াতে পানির নিচে তলিয়ে যাওয়া সাইফুল ইসলামের দেহ পাহাড়ি ঢলের স্রোতে খাল দিয়ে ভেসে সাগর পাড়ে চলে আসে। এতে স্থানীয়রা সকালে লাশ দেখে পুলিশকে খবর দেন। দীর্ঘ ১৫ ঘন্টার পর লাশটি উদ্ধার করা হয়। সাগর পাড় থেকে লাশ উদ্ধার বিষয়টিও নিশ্চিত করেছেন বাহারছড়া ইউনিয়নের বনকর্মী আব্দুল্লাহ আল মাসুদ। পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিবারের সদস্যদের লাশটি হস্তান্তর করা হয়েছে।