টিফিনের টাকা বাঁচিয়ে ১লক্ষ ৫হাজার বৃক্ষরোপণ
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৮ ২০১৯, ১৫:১৬
টিফিনের টাকা বাঁচিয়ে রাজশাহীর বাঘা ও চারঘাট উপজেলার শিক্ষার্থীরা ১ লাখ ৫ হাজার বৃক্ষ রোপণ করেছে। এ উপলক্ষে সোমবার (১৬ সেপ্টেম্বর) চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় ও বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে দু’টি অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।
২০১৫ সাল থেকে জুবায়ের আল মাহমুদ রাসেল নামে এক তরুণ ‘এক দিনের টিফিনের টাকা বাঁচিয়ে গাছ রোপণ’ কর্মসূচি শুরু করেন। গত চার বছর তার এই কর্মসূচিতে সারাদেশের ৭৫০টি স্কুলের শিক্ষার্থী অংশ নিয়েছে এবং সাড়ে তিন লাখ গাছ রোপণ করা হয়েছে।
চারঘাট উপজেলা চেয়ারম্যান ফখরুল ইসলাম শিক্ষার্থীদের বলেন, ‘তোমরা গাছগুলো বাড়িতে নিয়ে গিয়ে রোপণ করবে এবং যত্ম করবে। যেন গাছগুলো তোমাদের সঙ্গে বেড়ে ওঠে।’
চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হোসেন জানান, বৃক্ষপ্রেমিক জুবায়ের আল মাহমুদের প্রচেষ্টাকে কাজে লাগিয়ে একদিনের টিফিনের টাকায় শিক্ষার্থীদের মাঝে ৫৬ হাজার গাছ রোপণের জন্য বিতরণ করা হয়েছে।
বাঘার অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাভলু বলেন, ‘তোমরা আজ ইতিহাস তৈরি করলে। প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে এই বৃক্ষরোপণ কার্যক্রম যেন অব্যাহত থাকে। তাহলে জলবায়ুর প্রভাব থেকে বাংলাদেশ রক্ষা পাবে।’
বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজা বলেন, জুবায়েরের এই আন্দোলন অত্যন্ত যুগোপযোগী। শিক্ষার্থীরা যদি এই গাছগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করে তাহলে উপকৃত হবে দেশ। সুফল পাবে জাতি।