টানা ২১ ওভার মেডেনের রেকর্ড গড়া বাপু নাদকার্নি আর নেই
একুশে জার্নাল ডটকম
জানুয়ারি ১৮ ২০২০, ১৪:৪৭
বার্ধক্যজনিত অসুস্থতায় মারা গেলেন ভারতীয় দলের সাবেক অলরাউন্ডার বাপু নাদকার্নি। গতকাল শুক্রবার মুম্বাইয়ে তাঁর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। মহারাষ্ট্রের সাবেক এই অধিনায়কের পরিচিতি ছিল, ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে টানা ২১ ওভার মেডেন দিয়ে বিশ্বরেকর্ডের।
জানা গেছে, নাসিকে জন্ম নেওয়া নাদকার্নি ছিলেন বাঁহাতি স্পিনার। নিখুঁত লাইন ও লেন্থের বোলিংয়ে সিদ্ধহস্ত ছিলেন তিনি।
১৯৫৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট খেলেন বাপু। এরপর ১৯৬৮ সালে অকল্যান্ডে একই প্রতিপক্ষের বিপক্ষে নিজের শেষ টেস্ট খেলেন তিনি।
ভারতের জার্সি গায়ে ১৯৫৫ থেকে ৬৮ পর্যন্ত ৪১টি টেস্ট খেলেছিলেন বাপু। এ সময় তিনি নিয়েছেন ৮৮টি উইকেট। ব্যাট হাতে করেছেন ১৪১৪ রান।
এমনকি ১৯৬৪ সালে চেন্নাই টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টানা ২১ ওভার মেডেন দিয়েছিলেন বাপু নাদকার্নি। কোনো উইকেট না পেলেও তার বোলিং ফিগার ছিল ৩২ ওভারে মাত্র ৫ রান দিয়ে ২৭ মেডেন।
এ ছাড়াও ১৯১ প্রথম শ্রেণির ম্যাচে ৫০০ উইকেট নিয়েছিলেন নাদকার্নি।