টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুন ১৪ ২০২০, ১২:৫২

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি: 

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়া পাড়া এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে গোড়াই হাইওয়ে থানা পুলিশ।

রবিবার ( ১৪ জুন) সকালে মহাসড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ওসি জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে মহাসড়কের পাশ থেকে কাঁথা ও পলিথনের মুড়ানো অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।

লাশের পাশে বালিশ পড়েছিলো। পড়ে লাশ উদ্ধার করে দেলদুয়ার থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।