টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে ৫২০বোতল ফেন্সিডিল পাচার

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

সেপ্টেম্বর ১৫ ২০২০, ১৮:৩১

কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ভিতরে অভিনব কায়দায় ফেনসিডিল পাঁচারের সময় মিজান ও শফিক নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার দুপুরে শহরের রাবনা বাইপাস এলাকা থেকে তাদের আটক করা হয়। সিরাজগঞ্জ র‌্যাবের কোম্পানি কমান্ডার মহি উদ্দিন মিরাজ ও টাঙ্গাইল র‌্যাবের কোম্পানি কমান্ডার কিশোর রায়ের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃত মিজানুর রহমান দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ছাতিনী রায় পাড়া গ্রামের নুর হোসেন কাজীর ছেলে ও শফিক উদ্দিন নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামের শাহাব উদ্দিনের ছেলে।

র‌্যাব জানায়, দিনাপুরের হিলি থেকে পিকআপ ভ্যানে ট্রান্সফরমারের ভিতর ফেনসিডিল নিয়ে দুই মাদক ব্যবসায়ী মিজান ও শফিক ঢাকা যাচ্ছিলো। গোপন তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ ও টাঙ্গাইল র‌্যাবের একটি দল দুপুর ১২ টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় পিকআপ ভ্যানটি আটক করে। এসময় ট্রান্সফরমারের ভিতর থেকে ৫২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী মিজান ও শফিককে আটক করা হয়। জব্দ করা হয় পিকআপ ভ্যানটি।

টাঙ্গাইলের র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার কিশোর রায় এ তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’