টাঙ্গাইলে বাড়ছে পেঁয়াজের দাম, বিপাকে ক্রেতারা
একুশে জার্নাল ডটকম
সেপ্টেম্বর ১৯ ২০২০, ১২:৫০
কাওসার আলী, টাঙ্গাইল প্রতিনিধি: ভারত থেকে হঠাৎ পেঁয়াজ আমদানী বন্ধ হওয়ায় অস্থির হয়ে উঠেছে টাঙ্গাইলের পাইকারী ও খুচরা পার্ক বাজারের পেঁয়াজ ব্যবসায়ীরা। এখানে প্রতিদিন ট্রাকে-ট্রাকে পেঁয়াজ আসলেও এখন পেঁয়াজ কম আসছে। দু-একটি ট্রাকে পেঁয়াজ আসলেও দাম চড়া। কেউ কেউ আগের মজুদ পেঁয়াজ বিক্রি করলেও তারা দাম নিচ্ছেন চড়া।
একরাতের ব্যবধানে বাজারে কেজি প্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১০ থেকে ১৫টাকা। টাঙ্গাইলের পার্ক বাজারে পেয়াজের দাম হু-হু করে বাড়ছে। এতে ক্রেতারা দিশেহারা হয়ে পড়েছে। টাঙ্গাইল পার্কবাজারে গিয়ে দেখা যায় ৭০ টাকা দরের পেঁয়ার ৮৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারী প্রতিমন পেঁয়াজ বিক্রি হচ্ছে তিন হাজর ২শ’ টাকা দরে। পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, পেঁয়াজের দাম আরও বাড়তে পারে। এদিকে পেঁয়াজের দাম আরও বৃদ্ধির আশঙ্কায় খুচরা বাজারে পেঁয়াজ কেনার জন্য নারী-পুরুষরা ভীর করছেন। তবে রসুনের দাম স্থিতিশীল রয়েছে। প্রতি কেজি ১শ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। এদিকে গত বুধবার ভ্রাম্যমান আদালত তিন পেঁয়াজ ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে জেলা প্রশাসনের নিয়মিত বাজার মনিটরিং অব্যহত রয়েছে।
পার্ক বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বারেক ও সম্পাদক জোয়াহের আলী জানান,পেঁয়াজের দাম এখন বৃদ্ধি পেলেও শিগ্রই স্থিতিশীল হবে। প্রশাসনের পাশাপাশি আমরাও বাজারের নিয়মিত মনিটরিং করিছি। পার্কবাজারের ইজারদার আব্দুল হালিম জানান, পেঁয়াজের মুল্য বৃদ্ধি পাওয়ায় ট্রাক কম আসছে। এতে সাধারণ ক্রেতারা সাময়িকভাবে বিপাকে পড়েছেন।