টাওয়ার হ্যামলেট বারার কেয়ারার এসোসিয়েশন এর সালিশ সভা অনুষ্ঠিত
একুশে জার্নাল
সেপ্টেম্বর ৩০ ২০১৯, ১৫:৩৭
লন্ডন প্রতিনিধি: টাওয়ার হ্যামলেট বারার কেয়ারার এসোসিয়েশন এর সালিশ বোর্ডের এক সভা গত ১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৮টায় পূর্ব লন্ডনের ইষ্টএন্ড রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে । কেয়ারার এসোসিয়েশন এর সদস্য এবং সালিশি বোর্ডের অন্যতম জনাব ফজলুর রহমানের সভাপতিত্বে ও কেয়ারার লিটল আহমদ এর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরুল আলম, সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন এর সাবেক সভাপতি এবং প্রধান উপদেষ্টা শাহান আহমদ চৌধুরী তিনি তার বক্তব্য বলেন টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন মানব সেবা মুলুক কাজের জন্য যাত্রা শুরু করে ২০১০ ইংরেজী থেকে এবং তাহা সেপ্টেম্বর ২০১১ তে ১১সদস্য বিশিষ্ট
এক কোম্পানি হাউসে রূপ নেয়। যার রেজিস্টার্ড নং ০৭৭৯১৯১১- গতানুগতিক ধারায় সংগঠন টি পরিচালনা হয়ে আসছে ।সম্প্রতি চলমান কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করার জন্য গত ২৪ জুলাই বুধবার বারার সকল কেয়ারারদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় ।সভায় সর্ব সম্মতি ক্রমে নতুন কমিটি গঠন করার জন্য এক সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । তাতে সভাপতি পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন তন্মধ্যে জগলুল খাঁন ২৬ ভোট পেয়ে জয়লাভ করেন তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আবুল কাশেম মোহাম্মদ হেলাল তিনি পান ১ভোট। সাধারণ সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় শেখ তানভীর সিদ্দিকি সর্ব সম্মতি ক্রমে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।নির্বাচনের ফলাফল অনুকূলে না আসায় নির্বাচনে অংশ গ্রহণ কারী আবুল কাশেম মোহাম্মদ হেলাল ও তাঁর সহযোগী ফিরোজ মোহাম্মদ আহমেদ,আলতাফুর রাহমান মাসুক,
তাৎকনিক ভাবে ফলাফল বর্জন করেন।সম্প্রতি তাঁরা তাদের স্বারথ চরিতার্থ করার লক্ষ্যে কেয়ারার এসোসিয়েশন এর পরিপন্থী কাজে লিপ্ত হইলে তাদের কে গঠন তন্ত্রের নিয়ম অনুযায়ী এসোসিয়েশন এর কোম্পানি হাউস থেকে বহিষ্কার করা হয় তারা হলেন আবুল কাশেম মোহাম্মদ হেলাল,ফিরোজ মোহাম্মদ আহমেদ,আলতাফুর রাহমান এবং সাধারণ সদস্য পদ থেকে আব্দুর শুকুর কে বহিষ্কার করা হয়েছে বলে উপস্থিত সকল কে অবিহিত করেন তিনি আরো বলেন সম্প্রতি আরেকটি নতুন এসোসিয়েশন গঠন করে টাওয়ার হ্যামলেট কেয়ারার এসোসিয়েশন কে অনুকরণ করায় তাঁর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন তিনি । সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিস্টার ইনামুল হামিদ চৌধুরী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আখলাকুর রাহমান লুকু,আব্দুল আজিজ চৌধুরী,মো:আজাদ আহমদ,বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব রফিক উল্লা,সলিসিটর ইমতিয়াজ হোসাইন,নবনির্বাচিত সভাপতি জগলুল খাঁন,রেদয়ান আহমদ রেজওয়ান,সফর উদ্দিন , আব্দুল হামিদ নাছার,জাহিদ মিয়া,নুরুল আলম,আনোয়ারা বেগম,রুহেনা বেগম,
সৈয়দ জাহিদ হাসান,আজাদ আহমদ,প্রমুখ ।