টনক নড়ছে কর্তৃপক্ষের! অবশেষে বাহুবলে ভূমি অফিস ভবন নির্মানের বিলবোর্ড স্থাপন

একুশে জার্নাল

একুশে জার্নাল

মার্চ ১১ ২০২০, ১৩:২২

শাহ মোহাম্মদ দুলাল আহমেদ বাহুবল থেকে: সরকারীভাবে স্বচ্ছ জবাবদিহিতার মধ্য দিয়ে সকল উন্নয়ন কাজ শুরুর সাথে সাথে বিল বোর্ড স্থাপনের নির্দেশনা থাকলেও মাঠ পর্যায়ে
প্রতিপালন হচ্ছে না। এলাকার সাধারণ জনগণ কাজে
বরাদ্দ কত? কাজ সমাপ্তির সময়সীমা সহ নানা তথ্য
নিয়ে অন্ধকারে হাবুডুবু খাচ্ছেন! এ নিয়ে টিকাদারী প্রতিষ্টানের সাথে বাকবিতণ্ডা বাজছে। ইতিপূর্বে এ নিয়ে পত্র-পত্রিকার সংবাদ ছাপা হলেও
প্রশাসনের ভুমিকা লক্ষ্যনীয় নয়।যা এলাকাবাসীকে ঘুমে রেখে কাজ সম্পন্নের পায়তারা করছে টিকাদারী প্রতিষ্টান।

হবিগঞ্জের বাহুবল উপজেলার ৩ নং সাতকাপন ইউনিয়নের গোসাই বাজারে সাতকাপন ইউনিয়ন ভুমি অফিসের কাজ শুরু হয়েছে। সরেজমিনে গিয়ে বিল বোর্ডের অস্তীত্ব দেখা যায়নি। এ ব্যাপারে প্রশাসনের নজর দেয়া প্রয়োজন বলে সচেতন নাগরিকরা দাবী জানিয়েছেন।

আন্তর্জাতিক নিউজ পোর্টাল গত (৫ মার্চ) ’একুশে জার্নালে’ ভূমি অফিস ভবন নির্মাণে বিলবোর্ড বিহীন ভবন স্থাপন এমন সংবাদ প্রকাশ হলে কর্তৃপক্ষ টনক নড়ে। বিষয়টি নজরে নিয়ে বিলবোর্ড স্থাপন করে কর্তৃপক্ষ।

আজ (১১ মার্চ) রোজ বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়,নির্মাধীন ভবনের সামনে বিলবোর্ড জুলানো। ভবন নির্মানের দায়িত্বরত এক ব্যক্তির সাথে জানতে চাইলে,তিনি জানান আজ বুধবার সকালে বিলবোর্ড টানানো হয়েছে।