টঙ্গী ট্র্যাজেডি; আহতদের পাশে শায়খে যাত্রাবাড়ী
একুশে জার্নাল
ডিসেম্বর ০৩ ২০১৮, ০৫:২১
টঙ্গী ময়দানে সন্ত্রাসী ওয়াসিফ,নাসিম কুলাঙ্গার গংদের হামলার শিকার আহত মাদরাসা শিক্ষার্থীদের খোঁজ নিতে গতকাল রাতে আরজাবাদ মাদরাসায় ছুটে যান যাত্রাবাড়ীর শায়খ ও তাবলীগের আলেম উপদেষ্টা মুহিউস সুন্নাহ আল্লামা মাহমূদুল হাসান দাঃবাঃ ৷
এসময় তিনি আহতদের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন ৷