টঙ্গী ইজতেমার মাঠে হতাহতের ঘটনা দুখঃজনক -আল্লামা বাবুনগরী

একুশে জার্নাল

একুশে জার্নাল

ডিসেম্বর ০১ ২০১৮, ১৭:২৩

হাবীব আনওয়ার হাটহাজারী: টঙ্গী ইজতেমার মাঠ দখল করতে নিরীহ, নিরস্ত্র উলামায়ে কেরাম,তাবলীগের সাধারণ সাথী ও মাদরাসা ছাত্রদের উপর নগ্ন হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী৷

আজ, (১ ডিসেম্বর) শনিবার সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে আল্লামা বাবুনগরী বলেন,টঙ্গীর মাঠে হতাহতের ঘঠনা বড়ই দুঃখজনক৷নিজেদের মধ্যে এমন অপ্রীতিকর ঘঠনা তাবলীগের ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে৷দাওয়াত ও তাবলীগ হলো,ঈমান -আমাল শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম৷ ঈমান -আমালে শিক্ষার সাথে সাথে তাবলীগের অন্যতম উদ্যেশ্যে হলো পরস্পর জোড় মিল ও মুহাব্বাত পয়দা করা৷তাই পরস্পর কাঁদা ছোড়াছুড়ি বন্ধ করে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে এ কাজ করতে হবে৷ যুগ যুগ ধরে তাবলীগের কাজ স্বমহিমায় চলে আসছে৷তাবলীগ জামাতে কোন দ্বিদ্বা বিভক্তি ছিল না৷বর্তমানে তাবলীগ জামাতে বিভক্তি ও হতাহতের মতো ন্যাক্কারজনক গঠনা ইসলাম বিদ্বেষীদের চক্রান্ত বলে আমি মনে করি৷

তিনি আরো বলেন,তাবলীগ জামাতের বানী হযরতজ্বী মাওলানা ইলিয়াস রহ.হযরতজ্বী মাওলানা ইউসুফ কান্ধলভী রহ.এবং হযরতজ্বী মাওলানা ইন’আমুল হাসান রহ.এর পদাংঙ্খ অনুসরণ করে এ কাজ করতে হবে৷তাহলে একাজের মূল লক্ষ্য উদ্যেশ্যে পূরণ হবে৷