টঙ্গীতে হামলার বিষয়ে সরকার রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে; আল্লামা আনোয়ার শাহ
একুশে জার্নাল
ডিসেম্বর ০৭ ২০১৮, ১২:২৯
কিশোরগঞ্জ থেকে মাহমুদুল হাসান ও আব্দুল্লাহ মবিন:
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ বলেন, টঙ্গীতে হামলার বিষয়ে সরকার রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে। সরকার চাইলে খুব তাড়াতাড়ি দোষী ব্যক্তিদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিতে পারে।
গত ১ ডিসেম্বর টঙ্গীতে নিরীহ ছাত্র-শিক্ষক তাবলিগ সাথীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের আহ্বানে
কিশোরগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদসভা অনুষ্ঠিত, এতে আল্লামা আনোয়ার শাহ এসব কথা বলেন।
আজ শুক্রবার (৭ ডিসেম্বর) জুমআর নামাজের পর আল্লামা আযহার আলী আনোয়ার শাহ-এর নেতৃত্বে শহীদী মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গৌরাঙ্গবাজার মোড় পেরিয়ে, কালিবাড়ি, আখড়াবাজার, রথখোলা, গৌরাঙ্গবাজার হয়ে আবারও শহীদী মসজিদ চত্বরে এসে অবস্থান নেয়। মিছিলকারীরা ওয়াসিফ-নাসিম, ইউনুস, ফরীদ উদ্দীন মাসঊদসহ দায়ী ব্যক্তিদের শাস্তির দাবি করে নানা স্লোগান দেন।
আল্লামা আনোয়ার মিছিল শেষে সমাবেশে তার বক্তব্যে আরও বলেন
সরকারের উচিত অবিলম্বে টঙ্গীতে সন্ত্রাসী হামলার দায়ীদের ব্যক্তিদের খোঁজে তাদের শাস্তি দেয়া। তিনি সরকারের কাছে টঙ্গীতে আহত ছাত্রদের সুচিকিৎসারও দাবি জানান। যদি দোষীদের ব্যক্তিদের বিচার না করা হয় তাহলে তাওহীদী জনতা হাত গুটিয়ে বসে থাকবে না।
পরিশেষে দোয়ার মাধ্যমে এ প্রতিবাদ সভার সমাপ্তি ঘোষণা করা হয়।