টঙ্গি হামলার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ০৭ ২০১৮, ১১:৫৩
হাবীব আনওয়ারঃ টঙ্গীর ইজতেমার ময়দানে কর্মরত মাদরাসার ছাত্র ও মুবাল্লিগদের উপরে হামলার প্রতিবাদে আজ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুমার নামাযের পর শহরের বিভিন্ন মসজিদ ও মাদরাসা থেকে শত শত ছাত্র ও মুসুল্লিরা মিছিল নিয়ে ঈদগাহে সমবেত হয়। মিছিল থেকে ওয়াসিফ গংদের ফাঁসি চাই, সাদপন্থী নিপাত যাক শ্লোগান দেওয়া হয়।
প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জামিল মাদরাসা বগুড়ার শাইখুল হাদিস মাওলানা ইয়াকুব নজির।
বক্তব্য রাখেন মাওলানা আব্দুল হক আজাদ, মাওলানা আব্দুস সবুর, মাওলানা কাজী ফজলুল করিম, মুফতী শফী কাসেমী প্রমুখ।
বক্তারা বগুড়া জেলার সাদপন্থী ইজতেমা আয়োজনের উদ্যোগ বন্ধ করার দাবি জানান।
এছাড়াও তারা টঙ্গীতে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।