টঙ্গির জঙ্গিরা হুশিয়ার। ইলিয়াস সারোয়ার
একুশে জার্নাল ডটকম
ডিসেম্বর ১১ ২০১৮, ১৩:৫৭
যে দলের মূলকথা একরাম
দাওয়াতের পথে গিয়ে
ঈমানের রথে হিয়ে
গায়ে তুলে বারবারই এহরাম
সে দলের লোক হাতে অস্ত্র!
আলিমের গায় ছেঁড়া বস্ত্র!
বাঁশ দিয়ে পিটিয়ে
রডে সাধ মিটিয়ে
তালিবে ইলমে দেয় সম্মান
টঙ্গিতে ক্যান্ এ অসম্মান!
আলিমের সাক্ষাতই ইবাদত
অসুখেও করো তার ইয়াদত
এই সব শিক্ষা
সে গুরুর দীক্ষা
আচানক গেল কই দোস্ত
আলিমের পিষো ক্যান্ গোরস্ত!
আলিমের জ্ঞানে
তাঁর অনুদানে
তুমি আজ তাবলীগী দাঈ
তাঁকে কান ধরিয়ে
অপমানে সরিয়ে
আজ তুমি ক্যান্ হলে দায়ী৷
সবরের শিক্ষাটা গেল কই?
আলিমের তাজীমের কথা কই!
এলেমের কদর
না করে এ ‘বদর’
যুদ্ধের বাজালো কে ডঙ্কা?
চিনে নাও, নয় পাবে লঙ্কা৷
এইভাবে চলে যদি তাবলীগ
শান্তির জামাতে
নেক আমল কামাতে
আর কেউ ভিরবে না, কবে লীগ৷
কবে এরা জঙ্গি
খুনীদের এ ভঙ্গি
দূর করো, হয়ে যাও হুশিয়ার
এই পাপে হয়ো নাকো খুশি আর৷