ঝুঁকিপূর্ণ রোহিঙ্গা ক্যাম্পে করোনা আক্রান্ত হননি কেউ: ইউএনএইচসিআর
একুশে জার্নাল
এপ্রিল ২২ ২০২০, ১২:৪৩
বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের কেউ এখনও করোনাভাইরাসে আক্রান্ত হননি। তবে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলো খুবই ঝুঁকিপূর্ণ এমনটি জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর। মঙ্গলবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংস্থাটির ঢাকা কার্যালয়।
সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, রোহিঙ্গাদের জন্য ১৯০০ শয্যার আইসোলেশন ও চিকিৎসাসেবার কেন্দ্র নির্মাণ হচ্ছে ক্যাম্প এরিয়াতে।
এছাড়া বর্ষা মৌসুমের প্রস্তুতি বর্তমানে স্থগিত রয়েছে। ফলে আসন্ন বর্ষায় সময়মতো প্রস্তুতিমূলক ব্যবস্থা সম্পন্ন করতে না পারলে সেখানে থাকা জনজীবন হুমকির মধ্যে পড়বে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
ইউএনএইচসিআর জানায়, পুরো বিশ্ব কোভিড-১৯ মোকাবিলা করছে। এ অবস্থায় আসন্ন বর্ষা মৌসুম ঝুঁকির পরিমাণ আরও বাড়িয়ে শরণার্থীদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। এ মৌসুমের প্রস্তুতিমূলক ব্যবস্থাপনা সময়মতো সম্পন্ন করতে না পারলে তা জনজীবন হুমকির মধ্যে ফেলবে বলেও সতর্ক করা হয়েছে।
রোহিঙ্গা ক্যাম্পে চারশতাধিক রোহিঙ্গা হোম কোয়ারেন্টাইনে রয়েছে। তাদের অধিকাংশই মালয়েশিয়াগামী জাহাজ থেকে উদ্ধার।