ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক
একুশে জার্নাল
জুলাই ২০ ২০২০, ১৭:৫৯
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুরে ৬০ বোতল ফেন্সিডিলসহ ১ মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত নুরুল ইসলাম (৩৫) পার্শ্ববর্তী জীবননগর থানার বেনীপুর গ্রামের শুকুর আলী মন্ডলের ছেলে।
সোমবার সকালে মহেশপুর উপজেলার দত্তনগর বাজারে থেকে তাকে আটক করা হয়।
থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে জেল হাজতে পাঠিয়ে দেয়া হয়েছে।