ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ
একুশে জার্নাল ডটকম
ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১৯:১১
ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের রেজয়ান রনির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা কর্যালয়ের শহর সমাজ সেবা অফিসার মমিনুর রহমান, বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন সরকারী কেসি কলেজের প্রাণী বিদ্যা বিভাগের প্রভাষক রহমত আলীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শহরের দুস্থ অসহায় মানুষের মাঝে খাবার ও শীত বস্ত্র বিতরণ করা হয়।