ঝালকাঠিতে গণপরিবহনে যাত্রী সংকট
একুশে জার্নাল ডটকম
জুন ০৪ ২০২০, ১৪:৫৮
মোঃ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি জেলা প্রতিনিধি: ঝালকাঠিতে টানা ৬৬ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে গণপরিবহন। সরকারি নির্দেশনা অনুযায়ী মোট ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে বাস চলাচল করতে পারবে। কিন্তু যাত্রী সংকট থাকার কারণে ৫/৭জন যাত্রী নিয়ে নির্দিষ্ট সময়েই গাড়ি ছেড়ে যাচ্ছে গন্তব্যে। এতে চরম লোকসানে পরেছেন পরিবহন সংশ্লিষ্টরা। করোনা পরিস্থিতির কারণে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না সাধারণ মানুষ। তবে অনেকেই চলাচল করছেন মোটরসাইকেল কিংবা ইজিবাইকে। পর্যাপ্ত যাত্রী না থাকায় কর্মচারীদের বেতন, লাইন ফি ও তেল খরচ উঠছেনা বলে বড় ধরনের লোকসানের আশংকা করেছেন বাস মালিক ও শ্রমিকরা।
সরেজমিনে দেখা গেছে, ঝালকাঠি বাস ষ্ট্যান্ড থেকে ৫/৭ জন যাত্রী নিয়ে অভ্যান্তরীন রুটে যাত্রী চলাচল করছে। যাত্রী না থাকায় দক্ষিনাঞ্চলের কয়েকটি কাউন্টার বন্ধ পাওয়া গেছে।
ঝালকাঠি জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক নাসির উদ্দীন খান জানান, লকডাউন ছেড়ে দেওয়ার পরে আশা করেছিলাম যে স্বাভাবিক না হলেও কিছুটা ক্ষতি কাটিয়ে ওঠা যাবে। কিন্তু যাত্রী সংকটে মারাত্মক লোকসানের মুখে পরেছি। এ রকম চলতে থাকলে গাড়ির ব্যবসা বন্ধ করে দিতে হবে।