ঝালকাঠিতে উচ্চ বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার তৈরি কাজ চলছে
একুশে জার্নাল
মার্চ ২৩ ২০২০, ০০:৩৯

মোঃ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু ঝালকাঠির বাজারগুলোতে হ্যান্ড স্যানিটাইজার চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের ল্যাবরেটরিতে হ্যান্ড স্যানিটাইজার তৈরি করছেন একদল শিক্ষার্থী।
রবিবার(২২ মার্চ’২০২০) থেকে হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের শিক্ষক তৌহিদ হোসেন খানের তত্ত্বাবধানে সরকারি উচ্চ বিদ্যালয় ও সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা এ কাজ করছেন।
প্রাথমিকভাবে ৫০ মিলিগ্রামের পাঁচ হাজার বোতল স্যানিটাইজার তৈরি করা হবে বলে জানান তৌহিদ হোসেন খান।