ঝালকাঠিতে আরো ৩ জনের করোনা শনাক্ত; জেলায় মোট আক্রান্ত ৪৪

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

মে ২৮ ২০২০, ১৯:২৪

মোঃ নাঈমুর রহমান শান্ত, ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে নতুন করে আরো ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) দুপুরে জেলা সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার এই তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলার ২ জন ও কাঠালিয়া উপজেলার ১ জন। এজন্য আক্রান্ত ব্যক্তিদের বাড়ি সহ আশপাশের ১০ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

ঝালকাঠি জেলায় এখন পর্যন্ত মোট ৪৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ঝালকাঠি সদরে ১৬ জন, নলছিটিতে ১৪ জন, রাজাপুরে ৭ জন ও কাঠালিয়া উপজেলা ৭ জন আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ জনের।