জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মধ্য দিয়ে এদেশে ইসলামী বিপ্লব ঘটাতে হবে

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ০৬ ২০২৫, ০০:২৮

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে শনিবার (০৫ জুলাই ২০২৫ ইং) জেলা মজলিস মিলনায়তনে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপী কর্মী শিক্ষা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের জেলা সভাপতি এনামুল হক আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি জুবায়ের নাবিলের সঞ্চালনায় কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস কার্যক্রম সম্পাদক জাকারিয়া হোসাইন জাকির ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- “আমরা লক্ষ করছি এদেশে মেধাবী ও চরিত্রবান নেতৃত্বের খুবই অভাব।দেশের সার্বিক সমৃদ্ধির জন্যে চরিত্রবান নেতৃত্বের বিকল্প নেই। আর সেই নেতৃত্ব গড়ার অন্যতম প্লাটফর্ম হচ্ছে ইসলামী ছাত্র মজলিস।

তিনি আরো বলেন, যারা আজ এখানে উপস্থিত, তাঁদেরকে-ই আগামী দিনের শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব কাঁধে তুলে নিতে হবে।”

তিনি আরও বলেন,“আমরা এমন একটি বাংলাদেশ চাই,যেখানে দূর্নীতি -দুঃশাসন, অন্যায়- অবিচার থাকবে না। শিক্ষার্থী থেকে নিয়ে সাধারণ মানুষ পর্যন্ত কেউ-ই মাদক ও সন্ত্রাসীতে জড়াবে না। নৈতিকতা ও আল্লাহভীতি তাদের অন্তরে সর্বদা বিরাজমান থাকবে । এই সমাজ গড়তে হলে ছাত্রদেরই প্রথম এগিয়ে আসতে হবে। কারণ ছাত্ররা না বদলালে, সমাজও বদলাবে না।
সুতরাং ইসলামী সমাজ ও রাষ্ট্রের স্বপ্ন কেবল কাগজে নয়, বাস্তবে বাস্তবায়নের জন্য প্রস্তুত হতে হবে আমাদের। নিজেদের জীবনে ইসলামী আদর্শের পূর্ণ প্রতিফলন ঘটানোর পাশাপাশি বন্ধু ও সহপাঠীদের ইসলামের সঠিক দাওয়াত দিতে হবে।

ইসলামী ছাত্র মজলিস কোনো রাজনৈতিক চমক নয়; এটি একটি নৈতিক বিপ্লবের আন্দোলন। আর জ্ঞান অর্জন ও চরিত্র গঠনের মধ্য দিয়ে এদেশে ইসলামী বিপ্লব ঘটাতে হবে”।

কর্মী শিক্ষা সভায় শুরুতে দারসুল কুরআন পেশ করেন খেলাফত মজলিস সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি মাওলানা শুয়াইবুর রহমান ।

বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক শাখওয়াত হোসেন মোহন। প্রাক্তন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা মুহিবুর রহমান শিপলু।

সমাপনী অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা নুরুল ইসলাম, ছাত্র মজলিস সিলেট মহানগর সেক্রেটারি মুহিবুর রহমান রায়হান,খেলাফত মজলিস দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুনুর রশীদ, দোয়ারাবাজার উপজেলা শাখার সহ-সাধারণ সম্পাদক নূর আহমদ মাসুম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা বায়তুলমাল ও প্রচার সম্পাদক সুমায়েল আহমদ, ছাতক উপজেলা উত্তর শাখার সভাপতি আলী আজমান প্রমূখ।