জোহানেসবার্গে অপহরণকারীদের শাস্তির দাবিতে বাংলাদেশীদের মানববন্ধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

জুলাই ২৭ ২০২০, ১৯:৩৯

স্টাফ করেসপন্ডেন্ট:

দক্ষিণ আফ্রিকায় এক ভয়ানক আতঙ্কের নাম অপহরণ। দক্ষিণ আফ্রিকানরা সহ প্রবাসীরাও এর নির্মমতা থেকে রেহাই পাচ্ছে না। বিশেষকরে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশীরা বিভিন্ন সময়ে অপহরণের শিকার হয়ে অর্থ সম্পদ এমনকি প্রাণহানি পর্যন্ত হয়েছে।

সম্প্রতি তিন পাকিস্তানি সহ পাঁচজন অপহরণকারীকে গ্রেফতার করেছে, যারা বিভিন্ন সময়ে অপহরণের সাথে জড়িত।

আজ (২৭ জুলাই) জোহানেসবার্গ ম্যাজিস্ট্রেট কোর্টে তাদেরকে আনা হলে সেখানে শতাধিক বাংলাদেশী প্লেকার্ড নিয়ে শাস্তির দাবীতে মানববন্ধন করে। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদ অর্গানাইজেশনের সভাপতি মো: আলী হোসেন, সিনিয়র সহ সভাপতি আনিছ রহমান, সাংগঠনিক সম্পাদক থমোশাররফ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া; বুড্ডিষ্ট কমিউনিটি ফোরামের সাধারণ সম্পাদক বিকন বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক চিরঞ্জীব বড়ুয়া।

আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিষদের অন্যতম নেতা ইমরান আলী, আবুল কাশেম, আব্দুর রহিম প্রমূখ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, অপহরণের মতো এসব ঘৃণ্য অপকর্মের এএ সাথে অনেক বাংলাদেশী জড়িত। কয়েকজন বাংলাদেশী অপহরণকারী দক্ষিণ আফ্রিকার জেলে রয়েছে। বক্তারা এসব বাংলাদেশী অপহরণকারীদের চিহ্নিত করে তাদের পাসপোর্ট বাতিলের জন্য সরকারের কাছে আহবান জানান।