জেলা শিক্ষা অফিসার আবদুল হাকিমের ইন্তেকালে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর শোক প্রকাশ
একুশে জার্নাল
এপ্রিল ০৮ ২০১৮, ১১:৫৯
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসার আবদুল হাকিম তার কর্মস্থলে যাওয়ার পথে ঢাকা রাজশাহী মহা-সড়ক (টাঙ্গাইলে) দূর্ঘটনায় (মোটরসাইকেল ) মৃত্যু বরণ করেছেন।ইন্নালিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন
খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখার নেতৃবৃন্দ সাবেক এই ছাত্র-নেতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে এক শোক বাণীতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শাখা সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক ও সেক্রেটারি মু.আনিসুর রহমান এক বিবৃতিতে বলেন,জনাব আবদুল হাকিম ছিলেন একজন সৎ ও কর্মতৎপর একজন উদ্যোমী যুবক ।তার মৃত্যুতে দেশ ও ইসলামী আন্দোলন এক আদর্শ কর্মীকে হারাল ।সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকরী পদক্ষেক না নিতে পারা সরকারে অন্যতম প্রধান ব্যর্থতা ।
নেতৃবৃন্দ সবার কাছে দোয়া চান যেন অাল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস দান করুন! তার পরিবারকে সবরে জামিল এখতিয়ার করার তাওফিক দিন! আমীন!!