জেদ্দা বাবশরীফ খেলাফত মজলিসের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল
একুশে জার্নাল
জানুয়ারি ২৫ ২০২০, ১২:০৫
২৪ জানুয়ারী ২০২০ শুক্রবার রাত ৮.৩০ মিনিটে খেলাফত মজলিস জেদ্দা মহানগরীর দফতর সম্পাদক ও বাবশরীফ সিটির সভাপতি মরহুম জনাব আবদুল হক আহাদ ভাই স্মরণে –
বাবশরীফ সিটির উদ্যোগে সিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আলহাজ্ব লকুছ মিয়ার সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক জনাব হোমায়ুন কবির লিটন এর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আলোচনায় পেশ করেন করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা জয়নুল ইসলাম, জেদ্দা মহানগর খেলাফত মজলিসের প্রধান উপদেষ্টা হযরত মাওলানা সাদিক হোসাইন শায়খে লামাকাজী, জেদ্দা মহানগরীর সভাপতি মাওলানা আবদুল মুকিত রুপাপুরী, সৌদিআরব বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব কেফায়েত উল্যাহ চৌধুরী কিসমত সিআইপি, মক্কা মহানগর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা আতহার আলী, জেদ্দা মহানগরীর সেক্রেটারী মাওলানা উবায়দুর রহমান, মক্কা মহানগরীর সহ-সেক্রেটারী মাওলানা আবদুল করিম, সাবিল শাখার আহবায়ক মাওলানা আবদুল মুকিত গোলাপগঞ্জী, বাবশরীফ শাখার সহ-সভাপতি ও মরহুমের ছোট ভাই জনাব রফিক আহমদ, বাবশরীফ সিটির সহ-সভাপতি ও মরহুমের খালাতো ভাই জনাব আবদুল কাদির, সিটির সাংগঠনিক সম্পাদক জনাব হেলাল আহমদ, মাওলানা জয়নাল আবেদীন।
উপস্থিত ছিলেন জেদ্দা মহানগর খেলাফত মজলিসের সম্মানিত উপদেষ্টা মাওলানা ক্বাজী কামরুল হাসান হবিগঞ্জী, ও মাওলানা কামাল উদ্দিন বি-বাড়ীয়া, জেদ্দা মহানগরীর সহ-সভাপতি জনাব হাফিজ বদরুল ইসলাম, জনাব বিএম দেলোয়ার হোসাইন, মাওলানা লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল কাহহার রহমতপুরী, বায়তুলমাল সম্পাদক মাওলানা জামাল আহমদ শাহ আলম, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মাওলানা আতিকুর রহমান মাহফুজ, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা গাজী ফরিদ আহমদ আল-মাদানী, সমাজকল্যাণ সম্পাদক জনাব হাফিজ এনামুল হক মোমেনশাহী, শ্রম বিষয়ক সম্পাদক জনাব আতিকুর রহমান তালুকদার, নির্বাহী সদস্য, মাসনা বাজার শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব হাফিজ ইয়াকুব আলী, নির্বাহী সদস্য ও বালাদ সিটির সভাপতি জনাব আবদুস সবুর, মাওলানা আশরাফ আহমদ, মাওলানা ইনামুল হক নোমান, মাতার গেদীম শাখার সেক্রেটারী জনাব হাফিজ ফখরুল ইসলাম, হাইয়ার রাবোয়া শাখার সেক্রেটারী জনাব মিজানুর রহমান, জনাব রুহুল আমীন, জনাব আতাউর রহমান, জনাব নুনু মিয়া, জনাব আরিফুল ইসলাম, জনাব রবিউল ইসলাম, জনাব আবদুল হান্নান, জনাব আনহার মিয়া, জনাব আবদুল মতিন , জনাব আবদুল লতিফ, জনাব মর্তুজা আহমদ, জনাব আবদুল মালিক, প্রমুখ।
সার্বিক ব্যবস্হাপনায় ছিলেন
সিটির সেক্রেটারী জনাব জসিম উদ্দিন, যুগ্ম সম্পাদক জনাব হোমায়ুন কবির লিটন, জনাব আবদুল আজিজ পান্না, জনাব নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন, প্রচার সম্পাদক জনাব কাসেম রেজা, জনাব আখতার আহমদ, জনাব রুবেল আহমদ, জনাব মাসুম আহমদ, জনাব মিজানুর রহমান।
পবিত্র আল-কুরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ক্বারী হাফিজ মন্জুরুল ইসলাম ও হাফিজ আবদুর রহমান।