জেদ্দায় গাড়ি এক্সিডেন্টে লন্ডনের ট্রাভেল এজেন্সির মালিক নিহত

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৪ ২০১৯, ১৭:৪৩

একুশে জার্নাল লন্ডন:

পবিত্র হজ্ব পালন শেষ করে লন্ডনে ফেরার পথে জেদ্দায় গাড়ি এক্সিডেন্টে মারা গেছেন লন্ডনের বিসমিল্লাহ ট্রাভেল এন্ড উমরাহ এজেন্সির মালিক মিজানুর রহমান টিপু। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আছেন তারই সফরসঙ্গী মাওলানা কাওছার।

জানা যায়, আজ সৌদি আরব স্থানীয় সময় ঠিক ফজরের পূর্বে তারা দু’জন একটি প্রাইভেট গাড়ি নিয়ে জেদ্দা এয়ারপোর্টে যাবার উদ্দেশ্যে রওয়ানা দেন।

ড্রাইভারের অসতর্কতায় হাই স্পিডের চলন্ত গাড়িটি অন্য একটি গাড়ির সাথে সংঘর্ষ লাগায় মুহুর্তে গাড়িটি দুমড়েমুচড়ে যায়।

ঘটনাস্থলেই মিজানুর রহমান টিপু মারা যান। সাথে থাকা মাওলানা কাওছার আহমেদ ও ড্রাইভারকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ধারণা করা হচ্ছে, হাই স্পিডে গাড়ি চালানো এবং ড্রাইভার ঘুমিয়ে যাওয়ার ফলেই এই এক্সিডেন্ট হয়।