জুয়া খেলতে বাধা দেয়ায় যুবকদেরকে মারধর
একুশে জার্নাল ডটকম
আগস্ট ২০ ২০১৯, ১৮:২৯
লক্ষ্মীপুর প্রতিনিধি :
জুয়া খেলা দেশের আইনে দণ্ডনীয় অপরাধ।ধর্মিয় দৃষ্টিকোণ থেকেও মহাপাপ।এসব অপরাধে বাধা দেয়া সমাজের সবার দায়িত্ব।কিন্তু এবার জুয়ার আসরে বাধা দিতে গিয়ে জুয়ারিদের হাতে উল্টো মারধরের শিকার হয়েছে সমাজের যুবকরা।
অনুসন্ধানে জানা যায়, লক্ষ্মীপুর জেলা সদরের পূর্ব চরভূতা( সিদ্দিক মিয়ার সমাজ)এলাকায় বেশ কিছুদিন ধরে বসে জমজমাট জুয়ার আসর।রাত যত গভীর হয় জুয়ার আসর ততই চাঙ্গা হয়। শুরুতে এলাকার অল্প কিছু লোক থাকলেও এখন বহিরাগত জুয়ারিদের আনাগুনাও বেড়েছে খুব। বড়দের সঙ্গে অল্প বয়সী কিছু যুবকও জড়িয়ে পড়ছে অসামাজিক এ কর্মকাণ্ডে। খেটে খাওয়া সাধারণ অনেক মানুষ জুয়া খেলে হারাচ্ছে তাদের সর্বস্ব।
তাই এসব অসামাজিক কাজ থেকে বারণ করার জন্য ঈদের ছুটিতে এসে স্কুল/কলেজ পড়ুয়া সমাজের একদল যুবক হাজির হয় জুয়ার আসরে।বাধা দেয় জুয়া খেলতে।এসময় লিটন নামে এক জুয়ারি বাধা দিতে আসা এক যুবককে ঘুষি দিতে শুরু করে বলে জানায় যুবকরা।পরে সেখানে উপস্থিত সবাই উল্টো যুবকদেরকেই লাঞ্ছিত করে এবং খেলা চালিয়ে যায়।
যুবকরা পরে সমাজের সভাপতি আবদুল করিমের কাছে এর বিচার দাবী করলে সেও যুবকদেরকেই গালাগাল করে পাঠিয়ে দেয়।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বলেন, সভাপতি নিজেই এই আসরে জুয়া খেলেন।তার কাছে বিচার চেয়ে কী হবে?
এখন সমাজের সচেতন নাগরিকদের দাবী, অতি দ্রুত প্রশাসন যেন জুয়া খেলা বন্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে।