জুড়ী শহর আল ইসলাহ’র কাউন্সিল সম্পন্ন 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

ডিসেম্বর ১১ ২০২১, ২৩:০৬

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: উপমহাদেশের প্রখ্যাত ওলিয়ে কামিল শামছুল উলামা হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) এর হাতেগড়া গণ সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ জুড়ী উপজেলার আওতাধীন জুড়ী শহর শাখার ২০২১-২৩সেশনের কাউন্সিল সম্পন্ন হয়েছে।

শনিবার (১১ডিসেম্বর ) বেলা ১১ ঘটিকায় জুড়ী জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসা হলরুমে অনুষ্ঠিত কাউন্সিলে নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা আব্দুশ শহিদ, সাধারণ সম্পাদক মাওলানা সিরাজ উদ্দিন।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে মাহবুব হোসাইন আয়াজ কে সভাপতি, এম এ মকসুদ জুনেদ কে সাধারণ সম্পাদক ও মো.খালেদ মাসুম কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জুড়ী শহর আল ইসলাহ কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন, সহ সভাপতি হাফিজ দেলোয়ার হোসেন, সহ সাধারণ সম্পাদক হাফিজ জমির উদ্দিন, সহ সাংগঠনিক সম্পাদক এম আমিরুল ইসলাম, প্রচার সম্পাদক মাওলানা ফয়জুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাওলানা হাফিজুর রহমান অর্থ সম্পাদক এবাদুর রহমান জাকির, অফিস সম্পাদক হেলাল উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক রেজা আহমদ,সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সৌরভ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক আনোয়ার হোসেন, পাঠাগার সম্পাদক এহসানুল আম্বিয়া সোহান, সদস্য – রফিক উদ্দিন, মোসলেহ উদ্দিন কালা, শাহাদাত হোসেন, নওশাদ হোসেন।

এসময় উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা আল ইসলাহ’র সহ সভাপতি হাফিজ আনফর আলী, যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজ মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক কাজী মাওলানা ময়নুল ইসলাম, সদস্য আইনুদ্দীন আলী।