জুড়ী শহরে শরীফ কমপ্লেক্সের উদ্বোধন

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

আগস্ট ২৯ ২০১৯, ২১:১১

মৌলভীবাজার জেলার জুড়ী শহরের পোস্ট অফিস রোডস্থ শরীফ কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। ২৯ আগস্ট সকাল ১১টায় এ কমপ্লেক্সের উদ্বোধন করেন প্রধান অতিথি গোয়ালাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী শফিক উদ্দিন আহমেদসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

এ কমপ্লেক্সটি নির্মাণ করেন জুড়ীর বিশিষ্ট দানবীর মরহুম হাজী ইনজাদ আলীর নাতি হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সভাপতি, ব্রিটেনস্থ বাঙালি কমিউনিটি লিডার হাজী শরীফ আহমদ।

বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল জলিলের সভাপতিত্বে ও জুড়ি থানা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক তাজ উদ্দিন আহমেদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জয়ফর নগর ইউপির সাবেক চেয়ারম্যান নজমুল ইসলাম, পূর্ব জুড়ি ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ, কামিনিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. নুরুল আম্বিয়া।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আমির উদ্দিন, মৌলভী সাইফ উদ্দিন, আজির আহমদ, আব্দুল বাছিত, আকমল আলী, আউয়াল মিয়া, আব্দুল খালিক, সোহেল আহমদ, মিন্টু আহমদ, হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদ এর সাধারণ সম্পাদক সিদ্দিক আহমদ রাহাত, কিবরিয়া আহমদ প্রমুখ।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা নজরুল ইসলাম। নেতৃবৃন্দরা দেশের মাটিতে ব্যবসায়-বাণিজ্যে বিনিয়োগ করায় মরহুম হাজী ইনজাদ আলীর নাতি হাজী ইনজাদ আলী স্মৃতি পরিষদের সভাপতি, ব্রিটেনস্থ বাঙালি কমিউনিটি লিডার হাজী শরীফ আহমদসহ অন্যান্য প্রবাসীদেরও ধন্যবাদ জানান এবং এ ধরনের বিনিয়োগে এগিয়ে আসার জন্য অন্যান্য প্রবাসীদের প্রতিও আহ্বান জানান।