জুড়ীতে ২৪ ঘন্টার মধ্যে নিখোঁজ শিশু উদ্ধার 

একুশে জার্নাল ডটকম

একুশে জার্নাল ডটকম

নভেম্বর ০৭ ২০২২, ১৪:৫৩

জুড়ী উপজেলা প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টার মধ্যে আরিফ আহমেদ নামে এক মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করেছে জুড়ী থানা পুলিশ। নিখোঁজ আরিফ জুড়ী থানার ডুমা বাড়ি গ্রামের মৃত এনাম উদ্দিন এর ছেলে।

পুলিশ ও ডায়রি সূত্রে জানা যায়, আরিফ আহমেদ (১৩) গোয়ালবাড়ি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল এবং মাদ্রাসা বোর্ডিং এ থাকতো। গতকাল ৬ নভেম্বর দুপুরে কাউকে কিছু না বলে মাদ্রাসা থেকে সে বের হয়ে যায়। কোথাও খুঁজে না পেয়ে সন্ধ্যায় নিখোঁজ শিশুর চাচা জুড়ী থানায় নিখোঁজ সংক্রান্ত একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ দিকে সাধারন ডায়রি হওয়ার পর পুলিশ দ্রুত নিখোঁজ শিশুকে উদ্ধারের জন্য মাঠে নামে। সোমবার (৭ নভেম্বর) ভোর সাড়ে ৪টায় জুড়ী থানার এসআই সিরাজুল ইসলাম জুড়ী বাজার থেকে শিশুটিকে উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ মোশাররফ হোসেন শিশুটিকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন এবং তার প্রকৃত অভিভাবকের কাছে হস্তান্তর করেন।